এই বাংলায় ওয়েব ডেস্কঃ– পঞ্চায়েত নির্বাচনের পর্ব শেষ হতে না হতেই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনার দিনেই রাজ্যের সমস্ত জেলাশাসককে লিখিতভাবে চিঠি দিয়ে আসন্ন লোকসভা ভোটের প্রথম দফার প্রশিক্ষণ শুরু কথা জানিয়েছে কমিশন। আগামী ১৮ জুলাই সর্বস্তরের অফিসারদের নিয়ে প্রথম দফার প্রশিক্ষণ শুরুর কথা জানানো হয়েছে কমিশনের চিঠিতে। এছাড়া ২২ জুলাই জেলা নির্বাচনী অফিসার তথা জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়েছে।
কমিশনের সূচি অনুযায়ী ১৮ জুলাই শিলিগুড়ি, ১৯ জুলাই কলকাতা এবং ২০ জুলাই দুর্গাপুরে অতিরিক্ত জেলাশাসক এবং অন্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ হবে। জেলা স্তরে আধিকারিকদের প্রশিক্ষণ হবে ২৩ জুলাই। ২৪ জুলাই মহকুমা স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে আর ২৫ জুলাই ব্লক স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেবে কমিশন। এই প্রশিক্ষণে কমিশনের দিল্লি কার্যালয় থেকে অফিসারেরা আসবেন। পাশাপাশি থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের অফিসারেরাও। এছাড়া জাতীয় নির্বাচন কমিশন থেকে কারিগরি বিশেষজ্ঞ ও ইলেকট্রনিক ভোট যন্ত্রের প্রস্তুতকারক সংস্থার বিশেষজ্ঞরাও থাকবেন প্রশিক্ষণে। ভোটার তালিকা সংশোধন ছাড়াও ভোট যন্ত্রের প্রশিক্ষণও থাকবে ওই পর্বে।
আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের জন্য নভেম্বর থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ীই ভোট হবে আগামী লোকসভা নির্বাচনে। আর এই ভোটার তালিকা নিখুঁতভাবে তৈরির লক্ষ্য নিয়েছে কমিশন। তাই প্রত্যেক প্রশিক্ষণ শিবিরে প্রত্যেক অফিসারের সশরীরে উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়েছে কমিশন।