সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকা দীর্ঘদিনের সমস্যা একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাওয়া। বারবার পৌরসভাকে জানালেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে ওই এলাকা ঘুরে দেখলেন বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগারওয়াল ও ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের অভিযোগ তাদের ওয়ার্ডে একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু তারপরেও সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। অবশেষে পৌরসভার তরপে উপ পৌরপ্রধান ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এলাকা পরিদর্শনে যান তবে সমস্যা সমাধান কবে হবে সে প্রশ্ন অজানা। ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা বলেন, বাঁকুড়া পৌরসভার পরিকল্পনার অভাব রয়েছে। বর্তমানে যে বোড চলছে বিরোধী কাউন্সিলরদের অন্ধকারে রেখে নিজেদের ওয়ার্ডের কাজ করে নিচ্ছেন। যার ফলে একটু বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগারওয়াল বলেন, এটা আমাদের একটা ব্যর্থতা আগামী বোর্ড এলে দ্রুত এই সমস্যা সমাধানের করা হবে বলে জানান তিনি। তবে বিজিপির অভিযোগকে পাত্তা দিতে নারাজ দিলীপ বাবু।