সংবাদদাতা,লাউদোহাঃ- একেত এবছর বর্ষার মৌসুমে প্রকৃতি বিরুপ। বৃষ্টি পরিমান কম তার ওপর পানীয় জলের তীব্র সঙ্কটে ভুগছেন লাউদোহা ঝাঁজরা এলাকার আদিবাসী পাড়ার লোকেরা। ষড়যন্ত্র দেখছেন আদিবাসী পাড়ার বাসিন্দারা। ২০১৬ সালে পিএইচডি ডিপার্টমেন্টের থেকে দুর্গাপুর ফরিদপুর ব্লক এর হেতেডোবা থেকে ঝাঞ্জরা গ্রাম পর্যন্ত ৩ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল জলের পাইপ লাইন। ঝাঁজরা গ্রামে মাঝে মধ্যে সেই পাইপ লাইনের জল এলে ও জল থেকে ব্রাত্য ঝাঁজরা গ্রামের আদিবাসী পাড়া ৬৫ টি পরিবার। দীনেশ তুরি, প্রতিমা মাঝি ও হীরালাল তুরিরা অভিযোগ করেন যে, তাদের এলাকায় মাস ছয়েক আগে জলের পাইপ লাইন বসেছে কিন্তু সেই পাইপ লাইনের কলে আজও পড়েনি একফোঁটাও জল। এই আদিবাসী পাড়ায় একটি মাত্র কুয়ো সেখানেও সারা বছর জল থাকে না ফলে তীব্র জল সংকট এলাকার মানুষ। আদিবাসী পাড়ার লোকের জানান বারবার স্থানীয় পঞ্চায়েত কে জানানো সত্ত্বেও কোন কাজ হচ্ছে না। তবে এ রকম হতে থাকলে আগামী দিনে তারা আন্দোলন করতে বাধ্য হবেন । এ ব্যাপারে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জী জানান, এলাকায় জল কষ্ট রয়েছে এটা সত্যি। “আমরা খুব শীঘ্রই এলাকা পরিদর্শনে গিয়ে সেখানে জলের সমস্যার সমাধানের উপায় বের করব”। আপাতত আগামী কয়েক দিনের মধ্যেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে ওই এলাকায় নলকূপ বসানোর কাজ শুরু হবে। তবে প্রশ্ন উঠছে এলাকায় কোটি টাকার প্রকল্প যেখানে ঝাঁজরা প্রায় প্রত্যেক জায়গায় কল বসানোর কথা ছিল। জল সরবরাহের কথা ছিল। সেখানে ঝাঁজরা গ্রামের আদিবাসী পাড়া বাদ পরল কেন ?