eaibanglai
Homeএই বাংলায়দুস্থদের পাশে 'আমরা মানবিক'

দুস্থদের পাশে ‘আমরা মানবিক’

নীহারিকা মুখার্জ্জী,দত্তপুকুরঃ- ওদের সমবয়সী অন্যরা যখন আসন্ন দুর্গাপুজোর পরিকল্পনা করতে ব্যস্ত ওরা তখন ঘুরে বেড়াচ্ছে এলাকার বিভিন্ন ইটভাটায়, পাড়ায় পাড়ায়। পুজোর সময় অসহায় শিশুদের হাতে নতো পোশাক তুলে দিতে হবে। তারই তালিকা তৈরি করতে ওরা ব্যস্ত। ওরা মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ দক্ষিণ চব্বিশ পরগণার দত্তপুকুরের ‘আমরা মানবিক’ দলের সদস্য।

ওরা জানে ওদের অপেক্ষায় বসে আছে একদল অসহায় শিশু। পুজোর সময় নতুন জামা গায়ে দিয়ে অন্য শিশুরা যখন আনন্দ করবে এই শিশুগুলি তখন অসহায় দ‍ৃষ্টিতে তাকিয়ে থাকবে ওদের দিকে। ওরা জানে ওদের অভিভাবকরা নতুন জামা কিনে দিতে পারবেনা, সেই সামর্থ্য নাই। তাই গত কয়েক বছরের মত এবছরও সংস্থার পক্ষ থেকে দুই শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক। মোটামুটি পোশাক বিতরণের কাজ শেষ হয় পঞ্চমীর সন্ধ্যায়। ষষ্ঠীর দিন বাকিদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

পোশাক বিতরণের সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিয়া রাহা, পার্থ মুখার্জি, টিঙ্কু দাস,সুব্রত সেনগুপ্ত, রিঙ্কু ডাকুয়া, স্মৃতি সাহা, অঞ্জলি বয়লকটি, প্রেম সাহা, হৃদয় কর্মকার, স্নেহা চক্রবর্তী, বিশাল মজুমদার, সৈকত ঘোষ, কৌশিক পাল, শান্তা পাল, শুক্লা দাস, আকাশ কুন্ডু, পিন্টু হালদার সহ অন্যান্যরা।

যেসব সহ‍ৃদয় ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিণ্টু হালদার বললেন – দুর্যোগ উপেক্ষা করে গত কয়েক দিন ধরে আমরা শিশুদের নাম সংগ্রহ করেছি। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহৃদয় মানুষের কাছে আবেদন করেছি। অবশেষে সবার মিলিত সহযোগিতায় আমরা পুজোর সময় ঐসব অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিতে পারলাম। নতুন পোশাক পেয়ে বাচ্চাদের অমলিন হাসি মুখ আগামীতে আমাদের এগিয়ে যাওয়ার রসদ। তিনি প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments