এই বাংলায় ওয়েব ডেস্কঃ- মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম হাওয়া দাপট। পাল্লা দিয়ে বাড়ছে দিনের তাপমাত্রাও। পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এরাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহে দিনের এই সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আর এই অবস্থায় আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
ফলে দোলের দিন আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে দিনের তাপমাত্রা। তাই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই জমিয়ে দোল খেলতে হবে রাজ্যবাসীকে।