eaibanglai
Homeএই বাংলায়সপ্তাহ শেষে ফের ঝড়বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

সপ্তাহ শেষে ফের ঝড়বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- রাজ্যজুড়ে গত শুক্রবার থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি আপাতত থেমেছে। গত মঙ্গলবার থেকই আবহাওয়ার উন্নতি হয়েছে, বিশেষত দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। এই ঝড় বৃষ্টির জেরে চৈত্রের শেষেও তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে ভোরে ও রাতে শীত শীত ভাব অনুভূত হয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকাবে। আগামী তিন দিন উত্তরবঙ্গের ও
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিন দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার থেকে ফের বদলাবে আবহাওয়া। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার দক্ষিণবঙ্গের এলাকাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৫ দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় শুক্র ও শনিবার বৃষ্টি না হলেও আগামী রবিবার থেকে এই তিন জেলাও ভিজবে বৃষ্টিতে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত।

হাওয়া অফিসের মতে, এই মুহূর্তে  যে অক্ষরেখাটি রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত সেটি দুর্বল হয়ে গেছে। তার জেরেই বৃষ্টির তীব্রতা কমেছে রাজ্যে। তবে নতুন করে একটা অক্ষরেখা তৈরি হয়েছে যার অবস্থান নেপাল থেকে বিহার পর্যন্ত। এর ফলেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। এবং আগামী  রবিবার থেকে দক্ষিণবঙ্গেও আবারও ঝড়-বৃষ্টি বাড়বে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments