eaibanglai
Homeএই বাংলায়রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– চাতক পাখির মতো বৃষ্টির জন্য হা পিত্যেস করে বসে থাকলেও বৃষ্টি জোটেনি তাপপ্রবাহে দগ্ধ দক্ষিণবঙ্গের একাধিক জেলার কপালে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। শনিবার রাতে বৃষ্টি হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। বেশীর ভাগ জেলাতেই বৃষ্টি ক্ষণিকের জন্য হলেও পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরা, রামনগর বিস্তীর্ণ এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টি চলছে। যার জেরেই ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে।

গাঙ্গেয় বঙ্গের আবহাওয়া শুক্রবার থেকেই বদলেছে। আবহবিদেরা জানান, উত্তর ভারতের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার টানেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। সেই জোলো বাতাসই তাপপ্রবাহের কারিগর পশ্চিমা গরম হাওয়ার সামনে পাঁচিল তুলেছে। জলীয় বাষ্পের ফলেই আকাশ মেঘলা হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস ঢোকাতেই ঝড়বৃষ্টির উপযোগী বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে ।

রবিবার থেকে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments