eaibanglai
Homeএই বাংলায়ফের ঝড়বৃষ্টির নতুন ইনিংস শুরু করতে চলেছে

ফের ঝড়বৃষ্টির নতুন ইনিংস শুরু করতে চলেছে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবি সোম বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির নতুন ইনিংস শুরু করতে চলেছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাশাপাশি আগামী ৫ দিনে রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে গরম বাতাস আর এই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে দাবি আবহাওয়াবীদদের। ফলে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম থেকে রেহাই মিলবে না।

এদিকে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখির দাপট চললেও গরম থেকে স্বস্তি ফেরেনি। সকাল হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে রোদের দাপট। অন্যদিকে আন্দামান নিকোবরে শনিবারই প্রবেশ করেছে মৌসুমি বায়ু ৷ দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামানে আগে থেকে বর্ষা প্রবেশ করলেও কেরলে বর্ষা প্রবেশ করবে আগামী ৪ জুন। সাধারণত ১ জুন কেরল উপকূলে বর্ষা প্রবেশ করার কথা। এবার একটু দেরিতে কেরলে বর্ষা প্রবেশ করবে। ফলে রাজ্যেও বর্ষার আগমনে একটু দেরি হবে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন ৷

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments