eaibanglai
Homeএই বাংলায়ঘূর্ণিঝড় 'হামুন' সরতেই শীতের আমেজ!

ঘূর্ণিঝড় ‘হামুন’ সরতেই শীতের আমেজ!

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– ‘হামুন’ ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ায় আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ক্রমশ রাজ্যের উপকূল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে ‘হামুন’। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তবে উত্তর বঙ্গোপসাগর উপকূল আজ অর্থাৎ বুধবারও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে। উপকূলের কিছু এলাকায় হালকা ও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় সরে যেতেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো শীতের আমেজ অনুভূত হবে। বাকি জেলাতেও হালকা শীতের আমেজ ক্রমশ বাড়বে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments