এই বাংলায় ওয়েব ডেস্কঃ- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। এটি ছত্তিশগড় অভিমুখে যাবে। আগামিকাল মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এর জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা বাড়তে পারে। তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।