eaibanglai
Homeএই বাংলায়আজ মরশুমের শীতলতম দিন, পারদ পতনের পূর্বাভাস

আজ মরশুমের শীতলতম দিন, পারদ পতনের পূর্বাভাস

সংবাদদাতা, বাঁকুড়াঃ– ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র জের কাটতেই রাজ্যের জেলায় জেলায় শীতের স্পেল। উত্তুরে হাওয়ার দাপটে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা বাংলা। তার মধ্যে আরও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে আরও পারদ নামার পূর্বাভাস। মঙ্গল-বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা। এরমধ্যে হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার মরসুমের শীতলতম দিন। বাঁকুড়া সহ পশ্চিমের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় এদিন দৈনিক প্রাতঃভ্রমণে বেরোনো মানুষের সংখ্যাও যথেষ্ট কম। মরশুমের শীত জেলার মানুষজন বেশ ভালোই উপভোগ করছেন বলেই অনেকে জানিয়েছেন। বাঁকুড়া জেলায় মাত্র দেড় মাস শীতের স্থায়িত্ব। আর তাই এই সময়কালে শীতকে উপভোগ করার পাশাপাশি বাড়িতে জমিয়ে চলছে খাওয়া দাওয়াও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments