এই বাংলায় ওয়েবডেস্কঃ– আপাতত রাজ্য জুড়ে চলছে শীতের স্পেল। উত্তুরে হাওয়ার দাপটে পারদ পতন জেলায় জেলায়। অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে স্বর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়েসের ঘরে ঘোরাফেরা করছে। প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছিল। যার প্রভাব পড়ে বঙ্গেও। ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের জেলায় জেলায় দু-তিন ধরে চলে টানা বৃষ্টি। আর মেঘ কেটে রোদ উঠতেই রাজ্যজুড়ে শুরু হয় পারদ পতন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস শীতের এই দাপট বেশীদিন চলবে না। আগামী সপ্তাহেই তাপমাত্রা চড়তে শুরু করবে। বড়দিনের সময় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে পূর্বাভাস। আবহবিদের মতে হাওয়ার গতিপথে পরিবর্তনের কারণেই বাড়বে তাপমাত্রা ।
পাশপাশি আবহবিদেরা জানিয়েছেন, আগামী দুদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে ও ব্যাপক ঠান্ডাও পড়বে। তবে আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস।