এই বাংলায় ওয়েব ডেস্কঃ– নিম্নচাপের জেরে রাজ্যে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলের উপরে নিম্নচাপ অবস্থান করছে। ক্রমে তা ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর ফলে আগামী কয়েক দিন বৃষ্টিতে ভাসবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও হাওড়া উপকূলের জেলা এই জেলাগুলি ছাড়াও ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামীকাল উপকূলের জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সপ্তাহভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
এদিকে নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। তাই বুধ এবং বৃহস্পতিবার, দু’দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।