নিজস্ব প্রতিনিধি, লাউদোহা: – দুর্গাপুর ফরিদপুর ব্লক এলাকার ঝাঁজরা গ্রামের নিকটেই গজিয়ে উঠেছে বেশকিছু আয়রন কারখানা। তেমনই ঝাঁজরা গ্রামের অদুরেই “সুপার আয়রন ফাউন্ডারি প্রাইভেট লিমিটেড” নামে একটি কারখানা । এই কারখানার নিকটেই রয়েছে ওই এলাকার একমাত্র শ্মশান ঘাট । উল্লেখ্য শ্মশান ঘাটে নেই কোন পুকুর আছে একটা ছোট্ট ডোবা সেখানে সারা বছর জল থাকে না ফলে শব দাহ করতে আসা লোকেদের অসুবিধায় পড়তে হয় । সেই জল সংকট মেটাতে শ্মশানঘাট এলাকায় তৈরি হয়েছিল একটি কুয়ো । সেই শ্মশানঘাট লাগোয়া তৈরি হয় সুপার আয়রন ফাউন্ডারী লিমিটেড নামে একটি কারখানা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেই কারখানার দূষিত জল এসে পড়ে ওই কুয়োয় ফলে কুয়োর জল নষ্ট হয়ে গেছে । শব দাহ করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে শব যাত্রীদের। স্থানীয় বাসিন্দা সুজন সূত্রধর জানান, বারবার কারখানার কর্তৃপক্ষকে বলেও কোনো কাজ হয়নি । এবং তিনি এও অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়া হলে কারখানা কর্তৃপক্ষ এক তৃণমূল নেতাকে কুয়ো সংস্কারের টাকা দিয়েছেন বলে দাবি করেন । যদিও সেটা ছয় মাস হয়ে গেল আজও কুয়োর কোনরকম সংস্কারের কাজ শুরু হয়নি । গ্রামবাসীরা জানান এরকম চলতে থাকলে আগামী দিনে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হবেন তারা । যদিও তৃণমূল নেতার টাকা নেওয়ার কথা অস্বীকার করেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি।তিনি জানান কারখানার মালিকের সাথে তাদের কথা হয়েছে এবং কারখানার মালিক জানিয়েছেন যত শীঘ্রই সম্ভব তারা ওই কুয়ো সংস্কার করবেন ।