এই বাংলায় ওয়েব ডেস্কঃ– শনিবার রাজ্যে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে অবাধ হিংসা, সন্ত্রাস , ভোট লুটের অভিযোগের পর সোমবার রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি ১৯টি জেলার মোট ৬৯৬টি বুথে এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব, চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর এই পুনর্নির্বাচন সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই মতো প্রতি বুথে ন্যূনতম ১ সেকশন বা ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে পুনর্নির্বাচনের ভোটপর্ব। ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্যও এদিন মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
সবচেয়ে বেশী বুথে পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদে, ১৭৫টি বুথে। প্রসঙ্গত ভোটের দিন রাজ্যে যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। এখানে ১০৯ টি বুথে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে। ঘটনাচক্রে ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। ভোট হিংসার ঘটনায় এই জেলায় তিন জনের মৃত্যু হয়েছে।
এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় মোট কত বুথে পুনর্নির্বাচন হচ্ছে।
জেলা ———— পুনর্নির্বাচন
কোচবিহার ———— ৫৩
আলিপুরদুয়ার ———— ১
জলপাইগুড়ি ————— ১৪
উত্তর দিনাজপুর ———— ৪২
দক্ষিণ দিনাজপুর ———– ১৮
মালদহ ——————— ১০৯
মুর্শিদাবাদ ——————— ১৭৫
নদিয়া——————— ৮৯
উত্তর ২৪ পরগনা ——————— ৪৬
দক্ষিণ ২৪ পরগনা——————— ৩৬
হুগলি ——————— ২৯
হাওড়া ——————— ৮
পূর্ব মেদিনীপুর——————— ৩১
পশ্চিম মেদিনীপুর —————— ১০
পুরুলিয়া —————— ৪
বাঁকুড়া —————— ৮
পূর্ব বর্ধমান ————— ৩
পশ্চিম বর্ধমান ————— ৬
বীরভূম ————— ১৪
মোট ————— ৬৯৬