সঙ্গীতা চৌধুরীঃ- একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন,“স্বাধীনতা দিবসের ক্ষণে কোন চিন্তা আপনার মনে বড় হয়ে দেখা দেয়?” মহারাজ উত্তরে বলেছিলেন,“একই চিন্তা – আজও ঋণ পরিশোধ হয়নি।” মহারাজ কে তারপর প্রশ্ন করা হয়,“কোন ঋণ? কার কাছে?” এর উত্তরে মহারাজ বলেন,“ক্ষুদিরাম, ভগৎ সিং, সূর্য সেনের কাছে। আমরা সবাই ঋণী তাদের কাছে। কিন্তু মনে থাকেনা সেই কথা। রাস্তায় যেতে যেতে যখন রিক্শাওলাকে দেখি, বাজারে শাক-বিক্রেতা বৃদ্ধা গরীব মহিলাকে, ট্রেনের হকার কি বাড়িতে আসা ঝি, তাদের দেওয়া ঋণও তো শোধ করতে পারিনি আজও। সরকারী স্কুল কলেজে পড়েছি। ছাত্রদের বেতনে নয়, সরকারের ভর্তুকিতে চলে এগুলি। আর সরকারের টাকা তো জনগণের দেওয়া ট্যাক্সের টাকা। ওরা আয়কর না দিলেও অপ্রত্যক্ষ ট্যাক্স দেয়। আমার বড় হওয়ার পেছনে, আমাকে শিক্ষিত করতে ওদের অবদান ভুলি কী করে? ঐ ঠ্যালাওলা, রাস্তার ঝাড়ুদার, ফুটপাথে বসা নাপিত, কাগজের হকার….। স্বাধীনতা দিবস আমাকে মনে করিয়ে দেয় যে এদের দেওয়া ঋণ পরিশোধ আজও করতে পারিনি।”





