eaibanglai
Homeএই বাংলায়মকর সংক্রান্তিতে পূণ্যসঞ্চয় করতে কী করবেন?

মকর সংক্রান্তিতে পূণ্যসঞ্চয় করতে কী করবেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো মকর সংক্রান্তি। এটি অত্যন্ত পূণ্য তিথি হিসেবে বিবেচিত হয়। এই মকর সংক্রান্তির দিন এমন কিছু কার্য আছে যা করলে মানুষের জীবনে তা অত্যন্ত শুভ ফল দায়ক হিসেবে বিবেচিত হয়। চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালে মকর সংক্রান্তি কবে পড়ছে?

২০২৩ সালের ১৫ই জানুয়ারি হলো মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নান করলে বা তীর্থ ভ্রমণ করলে পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে কথিত আছে। তাই এই মকর সংক্রান্তি তিথিতে খুব ভোর বেলায় উঠুন এবং ভোরে উঠে স্নান করুন। তারপর চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী গরীব মানুষকে দান করতে। এ ছাড়া মকর সংক্রান্তির দিন স্নান করে স্নানের পরেই খাবার গ্রহণ করা উচিত।

মকর সংক্রান্তির দিন যদি কোনো সন্ন্যাসী আপনার বাড়ি আসে তাকে কখনোই খালি হাতে পাঠাবেন না। আপনার সাধ্যমত তাকে দান করবেন। মকর সংক্রান্তির দিন আমিষ জাতীয় খাদ্য এড়িয়ে চলুন‌। চেষ্টা করুন এই দিন ভগবানের নাম জপ করতে।

এছাড়া, মকর সংক্রান্তির দিন কারোর উদ্দেশ্যে মুখ থেকে খারাপ কথা বার করবেন না। মকর সংক্রান্তির দিন অনেকেই গঙ্গাসাগরে স্নান করতে যায় তবে গঙ্গাসাগর না পারলেও অনেকেই এইদিন নিকটবর্তী গঙ্গায় স্নান করে থাকেন। বিশ্বাস করা হয় এই দিন গঙ্গায় স্নান করলে ব্যক্তির পাপ মোচন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments