সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- দীক্ষা নেওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে সব ক্ষেত্রে দীক্ষা নেওয়া উচিত নয়, মনের ভাব ঠিক কোন পর্যায়ে গেলে দীক্ষা নেওয়া উচিত আজকে তাই বলবো। শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ বলেছেন মনের কোন ভাব এলে তখন দীক্ষা নেওয়া উচিত।
স্মরণানন্দজী মহারাজের কথায়,“অনেকে দীক্ষা নেন বিভিন্ন কারণে। কিন্তু আমি ঈশ্বরকে চাই, অন্তত ঈশ্বরমুখী জীবন যাপন করতে চাই, এই বোধ যাদের হয়-সেই ভাবটি ভাল। সেরূপ না চিন্তা করে, এখানে দীক্ষা হচ্ছে, অনেকেই দীক্ষা নিচ্ছে, আমিও নিয়ে নিলাম—এরকম একটি ভাবও আছে। আবার অনেকে ভাবেন দীক্ষা নিয়ে জপ করলে আমাদের সাংসারিক দুঃখ-কষ্টের কিছুটা লাঘব হবে। হতে পারে, হবে না বলছি না। কিন্তু সেটি ঠাকুর যেমন বলেছেন, রাজার কাছে গিয়ে লাউ কুমড়াে চাইবার মতাে। রাজার কাছে কত কী সম্পদ আছে, সেগুলি চাইবার কথা মনে এল না। ঈশ্বরের কাছে জ্ঞান, ভক্তি, বিশ্বাস, শরণাগতি প্রার্থনা করতে হয়।”