eaibanglai
Homeএই বাংলায়১২ নভেম্বর কাল ভৈরব জয়ন্তী!কী করবেন জানেন তো?

১২ নভেম্বর কাল ভৈরব জয়ন্তী!কী করবেন জানেন তো?

সঙ্গীতা চৌধুরীঃ- আমাদের বাঙালির ১২ মাসে ১৩ পার্বন কথাটি কিন্তু ভুল নয়। পঞ্জিকাতে দেখলেই আপনি বুঝতে পারবেন যে, প্রত্যেকদিনই কিছু না কিছু পুণ্য তিথি থাকে। এই তিথি গুলো মেনে ঠিকঠাক কার্যকরতে পারলে অনেক উপকার পাওয়া যায়। ঠিক যেমন আজ হল ১২ ই নভেম্বর। আজ কাল ভৈরব জয়ন্তী। কাশীর রক্ষাকর্তা হলেন কাল ভৈরব। তাই কালভৈরবকে প্রসন্ন করতে পারলে সমস্ত বিঘ্ন নাশ হয়। কাল ভৈরবের বাহন হল কুকুর। তাই কাল ভৈরবকে প্রসন্ন করতে হলে আজকের দিনে কুকুরদের যত্ন সহকারে লুচি খাওয়ান আর কাল ভৈরবের কাছে প্রার্থনা করুন আপনার বিঘ্ন বিনাশের জন্য। কাল ভৈরবের মন্ত্র হল- ‘ঔঃ কাল ভৈরবায় নম’‌। আজকের দিনে যদি কেউ পথ পুকুরদের কষ্ট দেন তবে অচিরেই তার জীবনে নেমে আসবে অপ্রত্যাশিত কষ্ট‌ ও বিঘ্ন। তাই আজ খুব সাবধানে থাকবেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments