সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- যে কোনো ধর্মেই বিয়ের হাজারও রকমের বিধি নিষেধ থাকে, হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও তাই এই রকম। হিন্দু ধর্মে বলা হয় পৌষ মাসে কখনো বিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু জানেন কি কেন পৌষ মাসে বিয়ে দিতে নেই? এর কারণ উল্লেখিত আছে সনাতন শাস্ত্রে এবং বেণীমাধব শীলের পঞ্জিকাতে।
সনাতন শাস্ত্রে এর কারণ হিসেবে বলা হয় যে, পৌষ মাসে যদি বিয়ে হয় তাহলে কন্যা আচার ভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হন। তবে শাস্ত্রীয় কারণ ছাড়াও কিছু বাস্তবিক কারণও আছে। পৌষ মাসে মানুষ নানা ধরনের কাজে ব্যস্ত থাকে, সেই কারণে মানুষের সেই সব কাজ ও ব্যস্ততার কথা মাথায় রেখেই এই মাসে বিয়ে দেওয়া হয় না।
পৌষ মাসে মূলত ধান ও নানা ধরনের ফসল কাটা হয়। ধান কাটা, ধান ঝাড়াই-বাছাই ও সারা বছর সঞ্চয় করবার জন্য চাষিরা ধান জমিয়ে রাখেন। সেই কারণে পৌষ মাসে মানুষের ব্যস্ততার শেষ থাকে না। আর আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থায় যেহেতু বেশিরভাগ মানুষই কৃষি কাজ কেন্দ্রিক জীবন যাপন করতেন সেই কারণেই গ্রামের চাষী মানুষদের ব্যস্ততার কথা ভেবেই পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ করা হয়েছিলো।