eaibanglai
Homeএই বাংলায়ভাম উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

ভাম উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : রাতের অন্ধকারে একটি ভাব বা মেছো বিড়াল উদ্ধারকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের রাধামোহনপুর গ্রামে । স্থানীয় সুত্রে খবর , মিঠু বাউরি নামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ভামটি । মিঠু বাউরি নামে ঐ মহিলা বাড়িতে শুয়ে ছিলেন , সেই সময় ভামটি হঠাত্‌ তার শোবার ঘড়ে ঢুকে যায় । ভামের উপস্থিতি বুঝতে পেরে তার ঘুম ভেঙে যায় এবং ভামটিকে দেখে ভয়ে ঘড় থেকে বেড়িয়ে আসেন । তখন তার ভাই রাজু বাউরি লোকজন নিয়ে ভামটিকে আটক করেন । খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভামটিকে দেখতে ভিড় জমাতে থাকেন । রাজু বাউরি বলেন, এধরনের জন্তু আমরা আগে কখনও দেখিনি । পরে সোনামুখী ফরেস্টেকে খবর দেওয়া হলে ফরেস্টের আধিকারিকরা এসে ভামটিকে উদ্ধার করে নিয়ে যান । সোনামুখী বিট অফিসার প্রদীপকুমার মিশ্র বলেন , এটি একটি জঙ্গলী ভাম বা মেছো বিড়াল । প্রাথমিক চিকিৎসার পর এটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments