সংবাদদাতা, পুরুলিয়াঃ- জঙ্গঁলে পড়ে থাকা শুকনো পাতা কুড়োতে গিয়ে এখানকার বরা বাজারে বুনো শুয়োরের হামলায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। তার নাম প্রমথ মাঝি। বাড়ি বরা বাজারের সরবেড়িয়া গ্রামে। ষাটোর্ধ প্রমথ কে বরা বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কাল বিকালে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বুনো শুয়োরটি প্রমথ’র ওপর পিছন থেকে হামলা চালায়। দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করে বৃদ্ধের পিঠ। কামড়ে দেয় তার হাতেও।
এ দিকে বুনো শুয়োরের হামলার ঘটনায় চিন্তিত বন দপ্তর সরবেড়িয়া লাগোওয়া জঙ্গঁলে গ্রামবাসীদের যাতায়তে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।