এই বাংলায় ওয়েব ডেস্কঃ– বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন হেমন্ত। শীত আসতে এখনও মাস দেড়েক বাকি। যদিও এই হেমন্তেই শীতের আগমনী বার্তা অনুভব করা যায়। সকালে ও রাতের দিকে শীত শীত ভাব জানান দেয় যে শীতকাল আসছে। মূলত কালী পুজোর পর থেকেই হেমন্তের শিশির ভেজা সাকলে শীতের আমেজ মেলে। আর এই সময়েই আলমারী, ট্রাঙ্ক, বাক্স থেকে শীতের গরম জামা কম্বল সব বেরিয়ে আসে। তাদের রোদে দিয়ে চলে শীতের প্রস্তুতি।
এবার সকালে কুয়াশার দেখা মিললেও শীতের আমেজ সেভাবে অনুভব হচ্ছে না। কারণ তাপমাত্রার পতন সেভাবে হচ্ছে না। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে নভেম্বরের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা থাকছে। কারণ আগামী সপ্তাহে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিসের মতে আগামী ১৫ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। ফলে জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। পাশাপাশি কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুকনো থাকবে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। শীতের আমেজ বিরাজ করবে সেই থেকেই।