স্বর্ণদীপ বাগ,ঝাড়গ্রামঃ– লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে সমাজ কল্যাণ, এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রীগ্রামের বেশ কিছু মহিলা। “স্বয়ংসিদ্ধা সংসদ” নামে একটি ক্লাব গঠন করে নানা সমাজসেবামূলক কাজ করছেন এলাকার মহিলারা। ক্লাবের সদস্যরা জানান লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সঞ্চয় করেই চলে নানা সামাজিক কর্মসূচি। ক্লাবের সদস্যরা জানালেন গত কয়েক বছরে পিছিয়ে পড়া মানুষদের জন্য শহরের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে এসে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজনের পাশাপাশি নানা উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন তারা। যেমন বিবেকানন্দের মতাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে ঝারগ্রাম রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যে বিবেক রথের আয়োজন করা হয়েছিল তাদের সংবর্ধনা দেওয়া হয় “স্বয়ংসিদ্ধা সংসদ” ক্লাবের পক্ষ থেকে। এছাড়া গণেশ উৎসব, বসন্ত উৎসব, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তাদের ক্লাব। এলাকার মানুষকে আনন্দ দিতে গত পাঁচ বছর ধরে তাদের ক্লাবের উদ্যোগে গণেশ উৎসবের আয়োজন করা হচ্ছে এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামীদিনে এলাকার শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করতে অঙ্কন গান সহ কম্পিউটারের শিক্ষা দানেরও পরিকল্পনা নিয়েছে তাদের ক্লাব।