সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– শুক্রবার আসানসোলের চিত্তরঞ্জন রেলকারখানায় এক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক কর্মী। আর এই ঘটনার পর আবারো কারখানায় কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেল।
জানা গেছে এদিন কারখানায় উৎপাদিত রেল ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর কাজ করছিলেন একটি বেসরকারি সংস্থার তিন কর্মী। ওই বেসরকারি সংস্থার কর্মীরা এই বিশেষ কাজের জন্য হরিয়ানা থেকে চিত্তরঞ্জনে এসেছেন বলে জানা গেছে। এদের মধ্যেই এক কর্মী লোকেশ শর্মা কারখানার ১৯ নম্বর শপে চার্জিং অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনে সিসি ক্যামেরা লাগানোর জন্য ইঞ্জিনের ছাদে ওঠেন। সেই সময়ই মাথার উপর উচ্চ ক্ষমতার বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন লোকেশ এবং মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান তিনি। তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় তাকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত কারখানায় কর্মী ও শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তোলে শ্রমিক সংগঠন গুলি। কিন্তু শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আদৌ কি চিন্তিত কর্তৃপক্ষ? এদিনের দুর্ঘটনার পর প্রশ্নটা আবার সামনে চলে এল।