নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ এর জন্য দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘ভোটের পর্ব দেশের গর্ব’ ও ‘ওয়ার্ল্ড আর্থ ডে’ উদযাপন করা হল দুর্গাপুর শিল্পাঞ্চলের সদ্য নির্মিত দুর্গাপুর নগর বন প্রাঙ্গনে। প্রতিবছরই ২২শে এপ্রিল সারা পৃথিবী জুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড আর্থ ডে’। মূলত পরিবেশ রক্ষার লক্ষ্যে এই দিনটিকে নির্বাচিত চিহ্নিত করা হয়েছিল বহু আগে। ‘ওয়ার্ল্ড আর্থ ডে’ প্রথম মার্কিন কলেজ ক্যাম্পাস জুড়ে ১৯৭০ সালে উদযাপিত হয়েছিল – সান্তা বারবারায় ব্যাপক তেল ছড়িয়ে পড়ার কয়েক মাস পরে। আন্দোলনটি তখন থেকে ১৯২ টিরও বেশি দেশে এক বিলিয়নেরও বেশি ব্যক্তিকে একত্রিত করেছে। সোমবার বিকেল দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক স্কুলের কচিকাঁচাদের নিয়ে গৌরবের সাথে উদযাপিত ও পালিত হয় ‘ওয়ার্ল্ড আর্থ ডে’।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী, পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের দুর্গাপুরের ডিএফও অনুপম খাঁ, রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সুদীপ্ত ব্যানার্জি, দুর্গাপুর মহকুমা তথ্য আধিকারিক, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন দুর্গাপুর নগর বন এলাকায় কয়েকশো গাছের চারা লাগিয়ে উদযাপিত হয় ‘ওয়ার্ল্ড আর্থ ডে’।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্যের মাধ্যমে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। শুধু তাই নয় গাছ লাগালেই হবে না, তা নিজের সন্তানের মতন করে লালন পালন করতে হবে। এবং এটা সুনিশ্চিত করতে হবে যে আগামী দিনে ওই গাছটি যেন এক সুবিশাল বৃক্ষের পরিণত হয়। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে একমাত্র বৃক্ষ রোপন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে এদিন অতিথিরা মন্তব্য করেন। আগামী প্রজন্মের হাতে একটি সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে এদিন শপথ নেওয়া হয় এই অনুষ্ঠানে।
এদিনের এই অনুষ্ঠানে পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের লোকসভা নির্বাচনে যাতে সকল স্তরের মানুষ শান্তিপূর্ণ ভাবে নিজেদের মাতাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে সাধারণ মানুষ ও নতুন ভোটারদের উদ্বুদ্ধ করা হয়। আগামী দিনেও এ ধরনের আরো অনুষ্ঠান হবে বলে জানান মহকুমা শাসক ডাক্তার সৌরভ চ্যাটার্জী।