eaibanglai
Homeএই বাংলায়পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর দুর্গাপুরে

পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- আর কদিন পরেই শুরু হবে দেবী পক্ষ । বাঙালির সবথেকে বড় আনন্দ উৎসব শারদীয়ার প্রস্তুতি প্রায় শেষ লগ্নে । শিল্পাঞ্চলের আনাচে-কানাচে বিভিন্ন পূজো প্যান্ডেলে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গা পুজোতে হরেক রকম চমক দিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করে থাকা পুজো উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য । দুর্গাপুর শিল্পাঞ্চলের যে কটি নামকরা পুজো কমিটি রয়েছে তার মধ্যে অন্যতম হল মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটি। প্রতিবছরেই তাদের পুজো মণ্ডপে নতুনত্বের ছোঁয়া থাকে। আর তাতেই নজর কাড়ে রাজ্য সহ দেশ-বিদেশ থেকে আগত বহু দর্শনার্থীদের । প্রতিবারের মতন এবারও মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটি তাদের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছে পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর। বাংলার হারিয়ে যাওয়া এই পুতুল নাচকে আবার নতুন করে দর্শকদের সামনে তুলে ধরার এক অনবদ্য চেষ্টা মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটির। ইতিমধ্যেই শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে মার্কনী দক্ষিণ পল্লী পূজা কমিটির উদ্যোগে ব্যানার, পোস্টার, ফ্লেক্স দিয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রণ জানানো হয়েছে পৃথিবী বিখ্যাত এই পুতুল নাচের আসরে । আগামী ১৭ই অক্টোবর মঙ্গলবার মার্কনী দক্ষিণপল্লী পুজোর শুভ উদ্বোধন, আর সেই দিনই পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর বসবে মন্ডপ প্রাঙ্গনে। এবারের পুতুল নাচের গল্প হল ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ ঠিক সন্ধ্যা সাড়ে ছটায়। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হবে এই পৃথিবী বিখ্যাত পুতুল নাচের আসর। শিল্পাঞ্চলের বহু মানুষ তাদের কচিকাঁচাদের ইতিমধ্যেই মানসিকভাবে তৈরি করে রেখেছেন যাতে সেদিন তারা ওই পুতুল নাচের আসরে হাজির হয়ে বাংলার হারিয়ে যাওয়া এক অন্যতম শিল্পকে স্বচক্ষে দেখে আনন্দিত হতে পারে। মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিল্পাঞ্চলের ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments