eaibanglai
Homeএই বাংলায়জাতীয় যোগাসন প্রতিযোগিতায় জেলা ও রাজ্যের নজরকাড়া সাফল্য

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় জেলা ও রাজ্যের নজরকাড়া সাফল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শরীর ও মন সুস্থ, সতেজ ও নীরোগ রাখতে যোগাসনের কোনও বিকল্প নেই। আর যোগাসন শুধু আমাদের সুস্থ রাখে না, শারীরিক ও মানসিক সৌন্দর্যও বাড়িয়ে তোলে। প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ভারতীয় ঐতিহ্য এই যোগাসন । ভারতের প্রচীন ঋষিরা রোগমুক্ত শক্তিশালী শরীর নিয়ে সাধনার জন্য এই যোগ সাধনা করতেন। বর্তমান সময়ে এই যোগ ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে । এমনকি এই যোগাসনকে স্পোর্ট হিসেবেও গণ্য করা হচ্ছে। যোগাসনকে খেলা হিসেবে প্রচার প্রসার করতে উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান যোগা ফেডারেশন।

এই যোগা সংগঠনের উদ্যোগে গত ২৮শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের ধানবাদে আয়োজন করা হয়েছিল ৪৩ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। যাতে অংশগ্রহণ করেছিল দেশের ২১ টি রাজ্যের ৬৩৩ জন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে অঞ্জন ব্যানার্জি প্রথম স্থান অধিকার করে নজর কাড়েন। এছাড়া জেলার অন্য দুই প্রতিযোগী কৃসান রাম তৃতীয় স্থান ও চিত্রা সাহা ষষ্ঠ স্থান অধিকার করেন। এছাড়া এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলা থেকে জাতীয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত রায়, তরুণ মুখার্জি, সুভাষ বড়ুয়া এবং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ গড়াই ও বরুণ দে।

এই প্রতিযোগিতায় দলগত বিভাগে নজর কাড়া সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের রাজ্য ও রানার্স আপ হয়েছে ত্রিপুরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments