সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরে শিশু ও মহিলাদের যোগ প্রশিক্ষণ দিয়ে সাড়া ফেলে দিয়েছে নিরাময় যোগ প্রশিক্ষণ কেন্দ্র l স্বাভাবিক সুস্থ্যতার পাশাপাশি পেটের রোগ, হাড়ের ব্যাথা প্রশমনে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিচ্ছে এই যোগ ব্যায়াম প্রশিক্ষণ l নিরাময় যোগ কেন্দ্রর যোগ প্রশিক্ষক মৃত্যুঞ্জয় স্বর্ণকার জানালেন আমাদের এখানে যোগ প্রশিক্ষণ নিতে সব ধরণের সব বয়সের মানুষ আসেন l নানা সমস্যা এই যোগ করলে সেরে যায় l বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় l প্রাচীন যুগের এই যোগ প্রশিক্ষণের প্রচার প্রসার হয়েছে l আরো মানুষের কাছে যোগ শিক্ষার গুণা গুণ জানা প্রয়োজন l
সাধারণ তন্ত্র দিবসে রায়ডাঙ্গা ইউনাইটেড ক্লাবের পরিচালনায় এক সভার আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগাচাৰ্য মৃত্যুঞ্জয় স্বর্ণকার। তিনি রায়ডাঙার সাধারণ মানুষদের জানান, যেভাবে আমাদের দেশকে সঠিকভাবে চালানোর জন্য সংবিধান একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক সেভাবেই আমরা যদি আমাদের শরীর বা মনকে সঠিক ভাবে পরিচালনা করতে চাই তাহলে যোগাভ্যাস করা অত্যন্ত জরুরী। নিরাময় যোগ প্রশিক্ষণ কেন্দ্রের তরফ থেকে শহরে বিভিন্ন যোগ শিবির এর আয়োজন করা হচ্ছে এবং সমস্ত রকমের যোগব্যায়াম প্রদর্শন করা হয় সেখানে , যা অনুসরণ করলে সাধারণ মানুষ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে পারবে।