সঙ্গীতা চৌধুরীঃ- ২৮ অক্টোবর শনিবার থেকে শুরু হলো দামোদর মাস,এই মাস হলো ভক্তি লাভের মাস। তাই আপনি যে ধর্মকার্যেই যুক্ত থাকুন না কেন আপনি যদি দামোদর মাস পালন না করেন তাহলে আপনি একটি সুবর্ণ সুযোগ হারাবেন। কীভাবে পালন করবেন এই দামোদর মাস? প্রথমেই বলি আপনি চেষ্টা করবেন ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিরামিষ খাবার গ্রহণ করার।
এরপর এই মাসে চেষ্টা করুন ১৬ মালা জপ করার, কারণ এই মাসের ষোল মালা জপ করলে তা অধিক ফল দান করে। এই মাসে নিত্য ষোল মালা জপ মানে ৫ কোটি জপের সমান। এই মাসে চেষ্টা করবেন নামহট্টে এবং মন্দিরে যত বেশি সম্ভব যোগদান করা যায় ও তুলসী পরিক্রমা করার সাথে সাথে বৈষ্ণব সেবা করা,দান করা,জপ করার চেষ্টা করবেন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে ঘি বা তিলের তেল অথবা কর্পুর দিয়ে প্রদীপ নিবেদন করে লক্ষ কোটি জনমের পাপ থেকে মুক্তি লাভ করুন। নিজে এই মাস পালন করুন এবং অন্যদের এই মাস পালন করতে উৎসাহিত করুন, মনে রাখবেন দামোদর মাস মানে কিন্তু বোনাসের মাস,তাই এই মাসে প্রতিদিন ১৬-মালা জপ করলে ৩০ দিনে আপনি পাঁচ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন, অর্থাৎ ৮০ বছর ধরে মন্ত্র জপের ফল পাবেন এক মাসে।