নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- রবিবার সকালে ছট পুজোর পূর্ণ লগ্নে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর বাড়ি ফিরে আত্মীয়দের জন্য খাবার নিতে গিয়ে বেনাচিতি বাজারে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল বছর ২৬ এর সঞ্জয় গুপ্তার। বেনাচিতি বাজারের নাচন রোডে, ঘোষ মার্কেটের কাছে সঞ্জয়কে ধাক্কা মারে একটি বেনাচিতি প্রান্তিকা স্টেশন রুটের মিনিবাস। সঞ্জয় কে আশঙ্কাজনক অবস্থায় সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সমস্ত বেনাচিতি বাসি নাচন রোড অবরোধ করেন। অবরোধকারীরা অভিযোগ করেন প্রতিনিয়ত বেপরোয়া মিনিবাসের চলাচল এই বেনাচিটি বাজারের ভেতর দিয়ে। বেঁধে দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ার পর তা মেকআপ করতে বেপরোয়া ভাবে মিনিবাস চালাই চালকেরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ছুটে আসে বেনাচিতি বাজারের অবরোধ স্থলে । অবরোধের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বেনাচিতি নাচন রোডে কিছুক্ষণ অবরোধ চলার পর সাধারণ মানুষকে বুঝিয়ে পুলিশ যানজট মুক্ত করে বেনাচিটি বাজারের নাচন রোড টি কে ।