সংবাদদাতা,আসানসোল ও রানিগঞ্জঃ- আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো আসানসোলের রানিগঞ্জ থানার অঞ্জনা হল সংলগ্ন একটি আবাসন এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম অক্ষয় রঞ্জন (২১)। জানা গেছে, দিল্লিতে থেকে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো রানিগঞ্জের অক্ষয় রঞ্জন নামে বছর ২১ এর এই যুবক। বৃহস্পতিবার রাত নটা নাগাদ তার বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিলো। তাই সে আবাসনের চারতলার বারান্দায় দাঁড়িয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় সে বাড়ির চার তলার খোলা বারান্দা থেকে নিচে পড়ে যায়। আবাসনের নির্মাণ কাজের জন্য একবারে নিচে বা গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন সামগ্রী রাখাছিলো। সেই নির্মাণ সামগ্রিক উপরে আছড়ে পড়ে ঐ যুবক। আবাসনের অন্য আবাসিক, স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের সদস্যরা উপর থেকে নিচে ভারী জিনিস পড়ার শব্দ পান। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে আসেন। তারা দেখেন অক্ষয় পড়ে আছে। দ্রুত ঐ আহত যুবককে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনার খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটলো সে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ জানায়, যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের সদস্যদেরকে দেওয়া হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরো জানা গেছে, মৃত যুবক অক্ষয় রঞ্জন রানিগঞ্জের বিশিষ্ট কার্ডিয়লজিস্ট ডাঃ মনিষ রঞ্জনের ছোট ছেলে ছিলেন। এলাকার বাসিন্দাদের অনুমান, ঐ যুবক বাড়ির বাইরে বেরিয়ে বারান্দায় থাকা রেলিংয়ের সামনে দাঁড়িয়ে কিছু করছিলো। কোনভাবে সেই রেলিং থেকে তার হাত ফসকে গিয়ে, এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আদপে কি ঘটনা ঘটেছে তা নিয়ে রহস্য ঘনীভূত হয়ে রয়েছে। এই ঘটনায় ঐ যুবকের পরিবারের সদস্য ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলে।