eaibanglai
Homeএই বাংলায়গাছ ভেঙে পড়ে বিপত্তি, বন্ধ রাস্তা, আহত ২

গাছ ভেঙে পড়ে বিপত্তি, বন্ধ রাস্তা, আহত ২

সংবাদদাতা,বাঁকুড়াঃ– শনিবার দুপুরে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে ব্যস্ত সড়কে গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দিল। ঘটনায় দুজন আহত হলেও অনেকেই একটুর জন্য প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন। পরে ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে বলে দাবি স্থানীয়দের।

প্রসঙ্গত বাঁকুড়া শহরের মাচানতলা থেকে জেলাশাসক দপ্তরের মূল গেট হয়ে তামলিবাঁধ যাওয়ার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি রাস্তা। জেলাশাসক দপ্তর ছাড়াও জেলা পরিষদ, বাঁকুড়া জেলা আদালত, বাঁকুড়া মহকুমা শাসক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস যেতে গেলে ওই রাস্তায় ব্যবহার করতে হয়। এই রাস্তা দিয়ে সারাদিনে অফিস আদালতের কর্মচারী সহ প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। চলে দু চাকা, চার চাকা সহ সমস্ত রকম যানবাহন। এদিন দুপুরে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে জেলাশাসক দপ্তরের মূল গেটের সামনে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনায় আহত হন দুই পথচারী। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগায় তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনার জেরে ব্যস্ততম রাস্তাটি বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। তারা তৎপরতার সঙ্গে রাস্তা থেকে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

অন্যদিকে স্থানীয়দের দাবি এই ব্যস্ততম রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য প্রশাসনের নজরদারির প্রয়োজন রয়েছে। এখনো বেশ কিছু গাছ রাস্তার ওপর ঝুলে রয়েছে। যে কোনো সময় আবারো দুর্ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা অনেকের। প্রশাসনকে এই বিষয়টির উপর নজর দেওয়ার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments