সংবাদদাতা,বাঁকুড়াঃ– খাদ্য বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রোগাক্রান্ত ছাগলের মাংস বিক্রির অভিযোগ উঠল বাঁকুড়ার দুই নম্বর ব্লকের সানবাঁধা অঞ্চলের তমালতলা মোড়ে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মাংস বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অবশেষে পুলিশ গিয়ে ওই মাংস বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাকিভুল্লা নামে এলাকার এক মাংস বিক্রেতার মাংসে পচন ধরায় ও গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় ক্রেতাদের। নিমেষে দোকানে পচা মাংস বিক্রির কথা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয়রা মাংসের দোকানে চড়াও হয় ও জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন স্থানীয় এক ছাগল বিক্রেতা অসুস্থ ও রোগগ্রস্ত ছাগলটি বিক্রি করেছিলেন ওই দাকোনে। এমনকি ওই ছাগল বিক্রেতা অসুস্থ ছাগল বিক্রির কথা স্বীকার করেন নেন এবং বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য সবার অলক্ষ্যে ভোররাতে ছাগলটিকে কাটা হয় বলেও জানান। এরপরই মাংস বিক্রেতা বাকিভুল্লাকে আটকে রেখে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ অভিযুক্ত মাংস বিক্রেতাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।