শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া: উত্তর ২৪ পরগনা থেকে একদল যুবক মোটরসাইকেলে করে শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছে দিলেন একগুচ্ছ জনসচেতনতামূলক বার্তা। গাছ লাগান ও পৃথিবীর আয়ু বাড়ান, রক্তদান জীবন দান ও স্বেচ্ছায় রক্ত দান করুন, শিক্ষাই জগতের আলো, শিক্ষাকে করুন অস্ত্র, বন্য পশুপাখি বাঁচান ও প্রকৃতির ভারসাম্য ফেরান। এই সকল বার্তা নিয়ে বৃহস্পতিবার রাত নটা নাগাদ তারা পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে।
উত্তর ২৪ পরগনার তারা মা ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং বারাসাত থানার সহযোগিতায় একগুচ্ছ সচেতনতামূলক বার্তা নিয়ে বারাসাত থানা থেকে বাঁকুড়া পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে মোটরসাইকেলের মাধ্যমে জন সচেতনতা প্রচার অভিযান কর্মসূচি সারছে এই যুবক দলটি। আজ সকালে তারা শুশুনিয়া পাহাড় পরিক্রমা করে এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দেয়।