সংবাদদাতা,কাঁকসাঃ– সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ড থেকে চুরি যাওয়া ১৪চাকা লরি মঙ্গলবার সকালে উদ্ধার হল পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে। ঘটনার গ্রেফতার করা হয়েছে লরি চালককে। ধৃত ব্যক্তির নাম শহীত কুমার, সে বিহারের ভাগলপুরের বাসিন্দা বলে জানা গেছে। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় চুরি যাওয়া লরিটি দুর্গাপুর থেকে পানাগড় যাওয়ার পথে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ লরিটিকে আটকায় ও চালকের কাছে লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালকের কাছে লাইসেন্স না থাকায় পুলিশ ফাইন করে। সঙ্গে সঙ্গে গাড়ির সেই ফাইনের ম্যাসেজ চলে যায় লরি মালিক মুকেশ প্রসাদের মোবাইলে। ম্যাসেজ পেয়েই সঙ্গে সঙ্গে লরি মালিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন ও জানান তার লরিটি ঝাড়খণ্ড থেকে চুরি হয়েছে। এবং চুরির অভিযোগও তিনি রুজু করেছেন।
কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানা মাত্রই কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিক অমর নাথ দাস অত্যন্ত তৎপরতার সঙ্গে দলবল নিয়ে ওই চুরির লরির পিছনে ধাওয়া করে লরি সহ চালকে আটক করেন এবং কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেন। কাঁকসা থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।