নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের “চিত্রাঙ্গদা” নৃত্যনাট্য এবং অন্যান্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলেন “উড়ান” সাংস্কৃতিক সংস্থার সদস্যরা ৫ই আগস্ট, ২০২৩ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত সান্ধ্য আসরে। নজর কাড়া দর্শক শ্রোতাদের উপস্থিতিতে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট সংগীত শিল্পী তথা আচার্য্য বুদ্ধদেব সেনগুপ্তকে। প্রেক্ষাগৃহে উপস্থিত সমগ্র দর্শক ও শ্রোতারা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রী সেনগুপ্তকে সম্মান প্রদর্শন করেন। সম্মানিত করা হয় নৃত্যশিল্পী মনীষা ভট্টাচার্য্য,সংগীত শিল্পী কাকলি মুখোপাধ্যায়, আনন্দিতা রায়, উদ্যোগপতি শিউলি মুখোপাধ্যায়, পিয়ারলেস ইন-এর মৌ চৌধুরী সহ সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের। অনুষ্ঠানের মূল আকর্ষণ চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের সংগীত নৃত্য যন্ত্র সংগীত এবং সংলাপে অংশগ্রহণকারী শিল্পীদের ভূমিকা ছিল নিঃসন্দেহে অনবদ্য। সংস্থার সাধারণ সম্পাদক ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সভাপতি সুমিত চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক কাকলি দাশগুপ্ত চক্রবর্তী, সঞ্চালক রাজশেখর প্রমুখ প্রত্যেকে ছিলেন স্ব স্ব মহিমায় উজ্জ্বল।