eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ' কবিগুরুর দুই কন্যা ' শীর্ষক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

দুর্গাপুরে ‘ কবিগুরুর দুই কন্যা ‘ শীর্ষক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবীন্দ্রগানের জগতে প্রবাদপ্রতীম শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়-এর জন্মশতবর্ষকে স্মরনীয় করবার উদ্দেশ্যে দুর্গাপুরের মোহর সংস্থার উদ্যোগে আয়োজিত হল ‘ কবিগুরুর দুই কন্যা ‘ শীর্ষক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। শুরুতেই সম্মেলক কন্ঠে পরিবেশিত হল ‘ মহাবিশ্বে মহাকাশে ‘ এবং ‘তোমার সুরের ধারা ‘ গান দুটি , সুখ-শ্রাব্য ও পরিশীলিত নিবেদন। এরপর সংস্থার কর্ণধার মালা দেব বর্মন দু খানি গান গাইলেন। স্বাদবদলের জন্য ‘ দুর্গাপুর শ্রুতিরঙ্গম ‘ এর শিল্পীদের মাধ্যমে সমবেত আবৃত্তি পরিবেশিত হল। অবশেষে বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীতের বিভাগীয় প্রধান অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এর পরিবেশনে অবগাহন করলেন সৃজনী প্রেক্ষাগৃহে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকলি দাশগুপ্ত, সূর্য্য মাইতি, ঋতুপর্ণা বিশ্বাস সরকার প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments