eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ফসলিসের গানের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট একাধিক

আসানসোলে ফসলিসের গানের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট একাধিক

সংবাদদাতা,আসানসোলঃ- সম্প্রতি কেরলে একটি বিশ্ববিদ্যালয়ে গানের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে চার ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলে ফসলিস ব্যান্ডের গানের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পিদপিষ্ট হয়ে আহত একাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত সোমবার আসনাসোল উৎসবের শেষ দিনে ছিল বিখ্যাত বাংলা ব্যান্ড ফসিলস এর সঙ্গীতানুষ্ঠান। ফসিলসের গান উপভোগ করতে এদিন আসানসোল উৎসবে ভীড় জমিয়েছিল বিপুল সংখ্যক মানুষ । যাদের মধ্যে তরুণদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। আর সেখানে আয়োজকদের প্রত্যাশার চেয়ে ভিড় বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদদলিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। অন্যদিকে মাত্রারিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার জেরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযাগ, যার কারণেও অনেকে আহত হন বলে দাবি। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, “কিছু বুঝে ওঠার আগেই প্রচুর ঠেলাঠেলি হয়। কে আগে ঢুকবে সেই নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকের গায়ে, মাথায় চোট লেগেছে। অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

এই বিশৃঙ্খলার জন্য আসানসোল উৎসব কমিটির উদ্যোক্তাদের সরাসরি দায়ী করেছেন শহরবাসীর একাংশ। আবার অনেকের অভিযোগ বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাদের উৎসবস্থলে ঢুকতে দেওয়া হয়নি। প্রসঙ্গত এদিন সকাল থেকেই আসানসোল উৎসবের টিকিট কাটার জন্য ভীড় জমে যায়। পরিস্থিতি বুঝে নির্ধারিত সময়ের দু ঘণ্টা আগেই টিকিট কাউন্টার চালু করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি।

উল্লেখ্য, আাসনসোল উৎসবের তত্ত্বাবধানের অন্যতম দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি এদিন সকালের দিকে অনুষ্ঠান স্থল পরিদর্শন করে যান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments