নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দুর্গাপুর ইস্পাত ২ নম্বর অঞ্চল সমিতির পক্ষ থেকে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান পালন করা হল ৮ই আগস্ট ২০২৩ সন্ধ্যায়। ইস্পাত নগরীর এ-জোনের অশোক এভিনিউতে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন ‘নবমুক্ত মঞ্জরী’র শিল্পী বৃন্দ, ‘লহরী’ শিল্পীগোষ্ঠী মণিপুরের সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদী নৃত্য গীতি আলেখ্য নিবেদন করেন। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। এছাড়াও সমিতির সভ্য-সভ্যারা সংগীত, আবৃত্তি,নৃত্য ইত্যাদিতে অংশ নেন। বিশিষ্ট কবি মৃণাল বন্দ্যোপাধ্যায়ের লেখা “যা দেখেছি চোখের আলোয়” কাব্যগ্রন্থটি এই অনুষ্ঠানে প্রকাশ করা হয়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সীমান্ত তরফদার, বুদ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা তরফদার এবং সমীর দাস।