eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব আদিবাসী দিবস উদযাপন মুখ্যমন্ত্রীর

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার ঝাড়গ্রাম থেকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলাতে বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামের নান্দনিক হলে বিশ্ব আদিবাসী দিবসের সূচনা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, ডিসি ইস্ট কুমার গৌতম, কাঁকসার বিডিও পর্ণা দে সহ প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন এলাকার বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

অন্যদিকে বিশ্ব আদিবাসী দিবসে এদিন টুইট করে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলার সংস্কৃতির আচ্ছাদন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সুতোয় বোনা। আদিবাসীদের এই আন্তর্জাতিক দিবসে আসুন, তাঁদের প্রাণবন্ত শিল্প কলা ও ঐতিহ্য উদযাপন করি, যা আমাদের রাজ্যের পরিচয়কে সমৃদ্ধ করে। আসুন আদিবাসী ভাইদের পাশে থাকার অঙ্গীকার করি। ভাষা, গোষ্ঠী, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে মানুষ আদিবাসীদের অধিকার রক্ষা করুক। কারণ এটা কোন নির্দিষ্ট সম্প্রদায়ের বিষয় নয়। মানবতার বিষয়। জয় জোহার।’একই বক্তব্য উঠে এসেছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটেও। তিনি লিখেছেন,’আজ বিশ্ব আদিবাসী দিবসে আসুন আমরা পশ্চিবঙ্গের বৈচিত্র্য ও অগ্রগতির প্রতি আদিবাসী সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দিই। ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যা তাঁদের অধিকারকে রক্ষা করে এবং তাঁদের স্বতন্ত্রতাকে উদযাপন করে। জয় জোহর।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments