eaibanglai
Homeএই বাংলায়যাওয়া তো নয়, স্মৃতিতে থেকে যাওয়া…

যাওয়া তো নয়, স্মৃতিতে থেকে যাওয়া…

ওয়েব ডেস্কঃ- বাঙালির আবেগ বলতে যদি ফুটবল, দুর্গাপুজো, খাদ্যরশিকতা বোঝায় তার সঙ্গে আরও একটা নাম যোগ হয়, তা হল উত্তম কুমার। উত্তম কুমার আর আঙালি, এই দুটো নাম যেন মিলমিশে একাকার। ২৪ জুলাই, আজকের মতোই ১৯৮০ সালের এক ভরা শ্রাবণেই সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন বাঙালির মহানায়ক। তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। শ্রাবণের বৃষ্টি মাথায় করে সেদিন গোটা কলকাতা শহর ভেঙে পড়েছিল শেষ বারের মতো মহানায়ককে একটিবার দেখতে। ৪৫ বছর হয়ে গেল, তিনি নেই। তবুও তাঁর জন্মদিনের সাথে সাথে আজকের দিনটিও ভুলতে পারেনা আপামর বাঙালি। আজও জনপ্রিয়তায় তাঁর ধারেকাছে ঘেঁষতে পারেননি কোনও নায়ক। এমন একজন মানুষের যাওয়া তো যাওয়া নয়,বরং থেকে যাওয়া। জীবনভর স্মৃতিতে থেকে যাওয়া। যেমন করে বাঙালি তাঁকে আগলে রেখেছে হৃদয়ে। প্রেম আর বাঙালিয়ানাকে যে আজও অমর করে রেখেছেন সেই নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠা উত্তম কুমারের আজ ৪৫ তম মৃত্যু বার্ষিকি। এই দিনটিতে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই বাংলায় ওয়েব পেজের পক্ষ থেকে সবার প্রিয় বাঙালির মহানায়কের প্রতি রইল গভীর শ্রদ্ধা নিবেদন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments