eaibanglai
Homeএই বাংলায়শহরের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিএমের

শহরের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিএমের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পশহরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামল সিপিআইএম। শুক্রবার দুর্গাপুরের বিধাননগরের শহীদ সুকুমার ব্যানার্জি সরণীর বেহাল দশার বিষয়টি তুলে ধরে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম-এর জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার। তিনি বলেন,শহীদ সুকুমার ব্যানার্জি সরণীর মতো শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেখানে একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল, আইটি পার্ক, দোকান বাজার ও জনবসতি রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার জেরে ঘটছে দুর্ঘটনা। অথচ কোনও হুঁশ নেই এডিডিএ ও পুরসভার। বাম আমলে একবার রাাস্তাটি সংস্কার করা হয়েছিল তার পর শুধু তাপ্পি লাগানো হয়েছে এবং যা কিছু দিনের মধ্যেই নষ্টও হয়ে গেছে। শহীদ সুকুমার ব্যানার্জি সরণী সহ শহরের আরও প্রায় ৩০০টি রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বলেও এদিন দাবি করেন পঙ্কজবাবু। তিনি জানান বর্ষায় খানাখন্দ বেড়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ওই সব রাস্তাগুলি এবং অবিলম্বে বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবি জানান তিনি ও বিক্ষোভরত সিপিএম কর্মী সমর্থরা। বেশকিছুক্ষণ বিক্ষোভ অবরোধ চলার পর অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন সিপিএম বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments