সংবাদদাতা, আসানসোল:- গোটা রাজ্যজুড়ে চলা গরু পাচারকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেল খাটছেন পশ্চিমবঙ্গের একাধিক নেতা। গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবড় নেতা অনুব্রত মন্ডল সহ একাধিক নেতা। কিন্তু তাও পাচার হচ্ছে গরু। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, সিবিআই যৌথভাবে গরু পাচার চক্রের হদিস পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো। কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা তে প্রমাণ হল গরু পাচার চক্র এখনো সক্রিয় পশ্চিমবঙ্গে। নির্দ্বিধায় কোন প্রতিরোধ ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকদিন ট্রাক করে গরু অনায়াসে পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে ভিনদেশে। এমনই এক ঘটনার জানাজানি হল গতকাল বাংলা ঝাড়খন্ড সীমানার কাছে।
সুত্র মারফত জানা গেছে দুটি কন্টেনার ভর্তি গরু ঝাড়খন্ড হয়ে পশ্চিমবাংলাতে ঢোকার আগেই আটক করে ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ। গরু ভর্তি কেন্টিনার ট্রাক দুটি ঝাড়খন্ড থেকে পশ্চিমবাংলা সীমান্ত পার করার পথে কানগৈ স্থিত ন্যাকা চেক পয়েন্টে আটক করে ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ। ট্রাক গুলিতে ১০৩টি গরু ছিলো বলে জানা যায়। গরুগুলো ঠাসাঠাসী ভাবে ছিলো। এই ঘটনায় যুক্ত মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। রাতের অন্ধকারে পিকাপ ভ্যান, ট্রাক, কন্টেনারে করে প্রত্যেকদিন চলছে গরুপাচার বলে অভিযোগ। রাজ্যের ঝাড়খন্ডে সীমান্ত দিয়ে সহজেই প্রবেশ করে এই রাজ্যে সহজেই ১৯নম্বর সড়ক ধরে পাচার হচ্ছে বাংলাদেশে বলে অভিযোগ। ইডি সিবিআই কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে কি এই গরু পাচার। তার উত্তর হয়তো উঠে আসবে ঝাড়খন্ড মিহিজাম থানার পুলিশের সঠিক তদন্তে। এই ঘটনায় যুক্ত ট্রাকের চালক, খালাশী সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ এদিন ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ।