eaibanglai
Homeএই বাংলায়ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামতড়াতে

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামতড়াতে

সংবাদদাতা, আসানসোল:- আসানসোল ডিভিশনের অন্তর্গত জামতড়ার খুব কাছে কালাঝরিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। আহতর সংখ্যাও একাধিক বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্র মারফত জানা গেছে বুধবার সন্ধ্যায় অঙ্গ এক্সপ্রেস থেকে ধুয় বেরোতে দেখেন ট্রেনের চালক, তিনি তৎক্ষণাৎ ট্রেনে আগুন লেগেছে সন্দেহে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। তখনই অঙ্গ এক্সপ্রেসের একাধিক যাত্রী লাইনে নেমে পড়েন। ঠিক একই সময়ে উল্টো দিক থেকে আসা ঝাঁঝা আসানসোল ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি পাশের লাইন দিয়ে দ্রুতগতিতে পাশ করতে থাকে। অঙ্গ এক্সপ্রেস থেকে নেমে পড়া কয়েকজন যাত্রীকে ধাক্কা মারে। ঘটনার সময় ওই এলাকায় আলো না থাকার ফলে এখনো পর্যন্ত সঠিক মৃত্যুর সংখ্যা বলা যাচ্ছে না। তবে একটি সূত্র মারফত জানা গেছে, এখনো অবধি দুই জন যাত্রীর মৃত্যু ঘটেছে। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই ব্যক্তিকে ট্রেন ধাক্কা মারে বলে তার কাছে খবর আছে। তবে আগুন লাগার কোন ঘটনার খবর তিনি জানেন না।”

এই ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আশেপাশের এলাকার মানুষজন,রেল পুলিশ, স্থানীয় জেলা প্রশাসন সহ উদ্ধারকারী দল। গুরুতর আহত ব্যক্তিদের কে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করার জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝাড়খণ্ডের দুমকার সাংসদ সুনীল সরেন। তিনি বলেন, “লোকমুখে ও প্রচার মাধ্যমে ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে এই ট্রেন দুর্ঘটনাটিকে কেন্দ্র করে । তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর বিভিন্ন প্রশাসনিক স্তরে খবর নিয়ে জানতে পেরেছেন এই ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে,ট্রেনে আগুন লাগার বা একাধিক ব্যক্তির মৃত্যুর যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যা জানতে পেরেছেন সেটি হল ট্রেন লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তাদের একজনের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে ও অন্যজনের পরিচয় সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে। ঘটনাস্থলে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধিরাও এসেছেন উদ্ধারকার্যে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments