নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ও শারদীয়া উৎসবের প্রাক্কালে ব্লাড সেন্টারগুলি পরিপূর্ণ রাখার উদ্দেশ্যে বুধবার পশ্চিম বর্ধমানে ১১ মাইল বসুধায় ভারতীয় জনতা পার্টির গোলসি ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মহতী রক্তদান শিবিরের। যেখানে ৪ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্ত দান করেন। চার জন মহিলাই প্রথমবার রক্ত দান করেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার শিবির থেকে রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল শিবির পরিচালনায় সহযোগীতা করে।
এদিনের এই মহতী রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য সুমি মারান্ডি, প্রশান্ত বাগদী, পাপিয়া দাস, মালতি পাল সহ অনেকে। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব, সমাজকর্মী তথা দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ সম্পাদক অঙ্কন দত্ত, কার্যকারী সদস্য আফতাব হোসেন ও সদস্যা মিতা গাঙ্গুলি।
এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে শিবিরে উপস্থিত সকল রক্তদাতা ও অতিথিবর্গকে শুভেচ্ছা জানান বিজেপি মণ্ডল সভাপতি রাজীব রায় । অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য রক্ত সঞ্চারণ পরিষদের পক্ষ থেকে উদ্যোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সজল বোস উৎসবের প্রাক মুহূর্তে সরকারি ব্লাড সেন্টারগুলোকে পরিপূর্ণ রাখার আহ্বান জানানোর পাশাপাশি উৎসবের দিনগুলিতে দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানান। আর রক্তের প্রয়োজন পড়লে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের নম্বরে (8116169290) ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানানোর পরামর্শ দেন।