eaibanglai
Homeএই বাংলায়অনলাইন বেটিং-এর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

অনলাইন বেটিং-এর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– অনলাইন বেটিং-এর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানা এলাকার। অভিযোগ আনন্দ গুপ্ত ও দীপক প্রসাদ নামক দুই বুকির ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন এলাকার বহু যুবক। বুদবুদ থানায় অভিযুক্ত দুই বুকির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এমনকি প্রতারিতরা দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটেও অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত দুজন পলাতাক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অবিলম্বে দুই অভিযুক্তকে গ্রেফতার করে প্রতারিতদের টাকা ফেরতের দাবি উঠেছে। স্থানীয়দের একাংশ ও প্রতারিতদের দাবি ক্ষমতাসীন শাসক দল ও পুলিশের সাহায্য়ে এলাকায় অনলাইন বেটিং-এর অবৈধ ব্যবসার ফাঁদ পেতেছিল অভিযুক্তরা। এমনকি এই চক্র সারা দেশে ছড়িয়ে রয়েছে বলেও দাবি তাদের।

একই সুর শোনা গেল বুদবুদ মণ্ডল বিজেপির সভাপতি স্বপন দত্তের গলাতেও। তিনি বলেন, “কিছু বুকি স্থানীয় যুবকদের প্রলোভন দেখিয়ে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা প্রতারণা করে পলাতক। পুলিশ ও প্রশাসন তাদের সহায়তা করছে। আমরা চাই পুলিশ যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করে এলাকার প্রতারিত যুবকের টাকা উদ্ধার করুক।”

যদিও দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গোলসি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের লোকেরা এই ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা তিনি জানেন না। এ ধরনের কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। তিনি বলেন, “এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে পুলিশের সঙ্গে কথা বলব।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments