সংবাদদাতা, বর্ধমানঃ- গোটা দেশ যখন বর্ষ বরণ নিয়ে ব্যস্ত, চলছে হৈ হুল্লোড় – সেই সময় বেপরোয়া বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে মারল একই পরিবারের ৫ জন। মঙ্গলবার গভীর রাতে গভীর ঘুমের মাঝেই গলসীর শিকারপুর গ্রামের এই বছর শুরুর দিনের মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বালি বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই
ঢুকে পড়ে উল্টে যায় একটি বাড়ির ভিতর। বাড়ি ও বালি চাপা পড়ে একই পরিবারের দুই শিশুসহ মারা গেছে ৫ জন। এই ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় একটি লরি সহ অভিশপ্ত ডাম্পারে। মৃতদের নাম, বাপি মণ্ডল ও তার স্ত্রী দোলন মণ্ডল, মেয়ে নন্দিনী মণ্ডল(৮), ছেলে আবীর মণ্ডল(২) ও শাশুড়ি সুচিত্রা মণ্ডল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিকারপুর গ্রামে।
উত্তেজিত জনতা বালি বোঝাই লরি ও ডাম্পার ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মদ্যপ চালকের দোষেই এই মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একই সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।