eaibanglai
Homeদক্ষিণ বাংলা৫০০ বছরের প্রাচীন ক্ষেপা মা পূজিত হন বাঁশিয়া গ্রামে

৫০০ বছরের প্রাচীন ক্ষেপা মা পূজিত হন বাঁশিয়া গ্রামে

সোমনাথ মুখার্জি, লাউদোহা:- দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত প্রতাপ পুর গ্রাম পঞ্চায়েতের বাঁশিয়া গ্রামের ক্ষেপা মা এলাকার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী কালীপূজা। যে পূজাকে কেন্দ্র করে এই অঞ্চল ছাড়াও কয়েকটি জেলার মানুষ পুজো দেখতে ভিড় জমান। এই ক্ষ্যাপা কালী মা সাত বোন। বীরভূমের লোবা, জামগড়া, বালীজুড়ি, দক্ষিণখন্ড, মাদরবুনি, সিরসা এলাকায় ৬ বোন বিরাজ করলেও এক বোন বিরাজ করেন এই বাঁশিয়া গ্রামে। আনুমানিক ৫০০ বছরের প্রাচীন এই ক্ষেপা মায়ের আবির্ভাবের কাহিনী । প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন বর্ধমানের মহারাজা। ভাইফোটা নেওয়ার পর রাত্রে বিসর্জন করার রেওয়াজ রয়েছে। একবার ১৯৮২ সালে সকালে বিসর্জন হওয়ায় গোটাগ্রামে আশ্চর্যজনক ভাবে আগুন লেগে যায়।এই ঘটনায় গ্রামে বেশিরভাগ বাড়িতেই আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয়রা দাবি করছেন ।পরে সেই দিন ই কলেরা দেখা যায় প্রতেকে ঘরে ঘরে। ৩৯ জনের মতো কলেরায় আক্রান্ত হন তার মধ্যে কয়েকজন মারাও যান বলে স্থানীয়রা দাবি করেন। এই বাসিয়া গ্রামের ক্ষ্যাপা মায়ের মাহাত্ম্য এতটাই যে দূরদূরান্ত থেকে মানুষ আসেন এ মায়ের পুজো দিতে এবং মনস্কামনা পূরণ হলে মায়ের উদ্যাশে ছাগ বলি প্রথা চালু আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments