সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্লাস্টার লেভেল নকআউট সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফে প্রতিবছরের মতো এ বছরও রাজ্যের স্কুলের ছাত্রদের নিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমে প্রতিটি জেলার স্কুলগুলি নিয়ে জেলা পর্যায়ে খেলা শুরু হয়। সেখান থেকে রাজ্যে সব জেলার বিজিত দলগুলিকে নয়টি ক্লাস্টারে ভাগ করে শুরু হয় ক্লাস্টার পর্যায়ের খেলা।সেই ক্লাসটার প্রোজেক্ট খেলার দায়িত্ব পায় বাঁকুড়া জেলা।

বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ নয়টি জেলা নিয়ে বুধবার পতাকা উত্তোলনের মাধ্যমে বাঁকুড়া স্টেডিয়াম এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় শুভ সূচনা ঘটে। দিনের শেষে নকট প্রতিযোগিতায় জয়ী হয় পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হবে শুক্রবার ২৮ শে জুন।





